পথই থেকে যাবে । চলে যাবার আগে আবার
চেয়ে চেয়ে দেখবো প্রান্তপুকুর, জলজমিন আর
ফুলফসলের বিরহী ঢেউ। এলো উনুনের বিস্তার
কীভাবে জাগিয়ে রাখে চাঁদের পসরা ,পথের
প্রতিভাস।
কালো মাফলার জড়িয়ে যে চোখ ঢেকেছিলাম
বিগত শরতে, আজ সেই চোখের অভিষেক।
আবারও দেখার পালা
কিছুটা অন্ধত্ব আর কিছুটা অতীত ছুঁয়ে দেখি,
আততায়ী মেঘ এসে আমাকেও বলে,
এইপথ ঠিকই মিশেছিল তোমার
সবটুকু ভুলের সরলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


