ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিক গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বলেন, আসাদ ও মতিউরের রক্তাক্ত আত্মত্যাগের পথ ধরেই ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি জনগণের বিজয় অর্জিত হয়েছিল। শহীদ আসাদ ও মতিউর জনগণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন।
তিনি বলেন, কিন্তু স্বাধীনতা অর্জনের ৩৮ বছর পরেও কাঙ্ক্ষিত সেই জনগণের গণতন্ত্র এদেশের মানুষ এখনো অর্জন করে নি। তবে রাষ্ট্রক্ষমতায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির আসীন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের মূলে ফিরতে শুরু করেছে।
প্রতিক্রিয়াশীল শক্তিকে প্রতিহত করে এই ইতিবাচক পরিবর্তনের ধারা দৃঢ়ভাবে ধারণ করে জনগণের সম অধিকারের রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রসঙ্গে তিনি বলেন, শহীদ আসাদ ও মতিউরের জনগণতন্ত্রের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িক শক্তির বি্রুদ্ধে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
২৪ জানুয়ারি বিকেল ৫টায় রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটি এই আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পার্টির ঢাকা মহানগর সম্পাদক কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা মহানগর নেতা কমরেড কিশোর রায়ের পরিচালনা অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য কমরেড নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, ঢাকা মহানগর নেতা কমরেড মোস্তফা আলমগীর রতন, আব্দুল আলী শিকদার প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




