টাকার কাছে সব শালা কুত্তা (লাখে দু-একজন ব্যতিক্রম)।
টাকা কামানোর ধান্দা ছাড়া অন্য কোনো ধান্দা নেই বললেই চলে।
সে ইমাম হোক, রাজনীতিবিদ হোক, দেশপ্রেমিক হোক, বুদ্ধিজীবী হোক, লেখক হোক, রাস্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক---যে যা হোক--- সব শালা টাকার কাছে কুত্তা।
এ জন্য সবাই এই পুজিবাদী, ভোগবাদী রাস্ট্র দর্শন ও সমাজ ব্যবস্থাকে পছন্দ করে।
কারণ এই সমাজ ব্যবস্থায় সব কিছু সম্ভব।
http://www.biplobiderkotha.com
লুট-পাট, খুন-দর্শন, অন্যায়-অত্যচার---আরো কত কি, সবই সম্ভব।
আমার মতো চুনোপুটির তো প্রশ্নই ওঠে না, বড় বড় আলেম-কামেল-হযরত, সমাজ সেবক সব শালা মানুষকে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ে। আবার দান-সদকা দিয়ে ভাল সাজে।
সমাজের অপদার্থ লোকজনের কাছে মহান সাজে। সম্মাননা নেয়।
এরাই সমাজ সভ্যতার সংঙ্গা দেয়।
মানবতার বুলি আওড়ায়।
কি চমৎকার-----লজ্জায় নিজেকে খুব নিচু জাতীর প্রাণী বলে মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




