কক্সবাজারে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় সেনা সদস্যসহ ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ২০ জন। টানা বৃষ্টির কারণে কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, সদর ও রামু এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৃথক-পৃথক পাহাড় ধ্স ও প্লাবনের ঘটনা ঘটে। সেনাবাহিনী ও প্রশাসনের লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। পুরো জেলায় বিরাজ করছে শোকের মাতম।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৪ জুন) দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০ টা পর্যন্ত টানা বৃষ্টির কারণে কক্সবাজার জেলাব্যাপী ব্যাপক জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধ্স ও প্লাবনের ঘটনা ঘটে। এতে টেকনাফ উপজেলায় ৩৭ জন, নাইক্ষ্যংছড়ির ঘুনধুমে ৪ জন, কক্সবাজার সদরের মোহাজের পাড়ায় ২ জন, রামুর হিমছড়িতে ৬ জন সেনাসদস্য ও উখিয়ায় ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে স্থানীয় জেলা প্রশাসন।
একই সময় কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে হিমছড়ি এলাকার সেনা ক্যাম্প সংলগ্ন পাহাড় ধসে সেনাবাহিনীর অন্তত ১৬ সদস্য মাটি চাপা পড়ে। এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করছে। উদ্ধার কার্যক্রম চলাকালে ৯ জন সেনাসদস্য আহত হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিস্তারিত
বিস্তারিত
বিস্তারিত
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৬