ভারতের বা পাকি সমথর্কদের মত আমরা যেন হেরে গেলে আমাদের টাইগারদের সমালোচনায় মগ্ন না হই।
শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই - আমরা এখন ক্রিকেট পরাশক্তি। আমরা যেকোন দলকেই হারাতে পারি।
তবে হেরে গেছি বলে আমরা উচ্ছৃঙ্খল আচরণ করব না। দুয়ো ধ্বনি দেব না। মনে রাখতে হবে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫৮ করায় আমাদের মাথা হেঁট হয়নি, মাথা হেঁট হয়েছিল যখন ওয়েস্ট ইন্ডিজের বাসে একটা ঢিল পড়েছিল। গেইল সেটা টুইটারে পৃথিবীময় জানিয়ে দিয়েছিলেন।
আমরা, দর্শকেরা, সারা দেশের নাগরিকেরা যেন পরিমিতিবোধ বজায় রাখি।
আমরা ক্রিকেটকে ভালোবাসি।
আমরা বাংলাদেশকে ভালোবাসি।
আমরা আমাদের ক্রিকেটারদের ভালোবাসি।
জাতি হিসেবে আমাদের মাথা যেন উঁচু থাকে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১২ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




