সব জায়গায় খুজছি যেন একটি বার তোমাকে খুজে পাই।
শুধু একবার ক্ষমা চাইব তোমার কাছে কারন এই কথাগুলো তোমায় আগে জানাতে পারিনি। কারন বুঝাতে পারিনি তোমায় আমি পৃথিবীর সকল সুখ দিব। কারন বলতে পারিনি তোমার একটি হাসির জন্য সারা জীবন অপেক্ষায় থাকব। জানাতে পারিনি হাত বাড়ালেই তুমি পাবে আমায়।
একটি বার বলতে চাই কতখনি ভালবাসি তোমায়।
আমাদের এই দূরত্ব.....আমাদের মাঝে এই পথের দূরত্ব..... যতদূর দৃষ্টি যায় তোমায় পাই না কোথাও দেখতে......... শুধু একবার তোমায় স্পর্শের নাগালে পেতে চাই।
দূরত্বের বাধঁ ভাঙতে হবে.......
শুধু একটি বার যদি তোমায় খুজে পেতাম...... একটি বার তোমায় কতখনি ভালবাসি বলতে পারতাম......সত্যি তোমায় শুন্য হাতে ফিরে যেতে দিতামনা।
----------------দহন
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




