ধুয়ে গেছে সব রং...
এখানে ঝরে গেছে সব ফুল
বয়ে গেছে বর্ষন...
এখানে সূর্য ওঠে লুকিয়ে
ঢলে পড়ে অগোচরে...
এখানে চাঁদের ছায়ায় পালিয়ে যায়
সব জোনাকির দল...
এখানে হাসলেও বুকেতে ব্যথা ওঠে
স্বপ্নের মাঝেও টর্নেডো ঝড় ওঠে...
এখানে জীবনের মানে নেতিয়ে গেছে
ছত্রাকের আক্রমনে...
এখানে জীবনের নৌকো হারিয়ে
যায় বহুহুহুহু...দূরেরররর...!!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


