নাটকটা জমে গেছে বেশ বেশ
পাত্র পাত্রীরা মঞ্চের সীমানায়
ছুঁয়ে যায় জীবনের রেশ।।
মহেশের ছল ছল
চোখ দুটো জলে ভরে
মানুষের মানবিক শুন্যতা দেখে
শিল্পীর উদরেতে নরকের তাপ
তবুও সে জীবনের জয়গান লেখে।
কর্ত্রীর হাসি ছোঁয়া কর্তার মুখ
জড়িয়ে রয়েছে তাতে সুখের আবেশ।।
নাটকটা সাজানো গোছানো
একজন মুখ ঢেকে কান্নার ভান করে
বিপরীতে্ এলোমেলো ভিন্ন আদল
অন্যেরা আবেগের মিশ্র খেয়ালে
বহুরূপী সাজে করে অদল বদল
করে অদল বদল।
সাজঘরে চরিত্র বেচাকেনা চলে-
পাগলটা হেসে হেসে তবু বললেন
তবুও ফুরায়ে যায় সব লেনদেন
তবুও মঞ্চে নেই নাটকের পরিণতি
নেই অবশেষ।।

সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



