
ওরে আকাশখানি ছিলো মেঘে ঢাকা
আবার বিদ্যুৎও চমকালো।
তারই মধে ̈জ্বলে বন্ধু
স্বপ্ন¯ স্রোতের আলো।
বিদ্যুৎও চমকালো।
জ্বলে স্বপ্ন স্রোতের আলো।
বন্ধু তুমি বিনে সাধের পিরীত
হয় না রে জমকালো।
পথখানি পথে গেছে মিশে
অন্তর ভরে আছে বিষে
জীবনেরই পথ গেছে মিশে
গভীর গহীন বনে।
বন্ধু তুমি কি মিশেছ কভু বন্ধুয়ারো সনে।
স্বপ্নরঙিন আর নিরালা জীবনটাকে
ঢেকে দিতে আসে মেঘ
জমকালো মেঘ
আর স্বপ্ন জুড়ে আসে মিথ্যে ̈ আবেগ
আসে বিষন্নতা আসে কি শুন্যতা
আসে মায়াময় মোহময় জোছনার আলো।।
বন্ধু তুমি বিনে সাধের পিরীত
ওই যে পথ হারালো।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



