গতকাল রাত তখন প্রায় ২ টা। বেশ গরম লাগছিল। জানালা খুলে দিতে গিয়ে অদ্ভুত অতুলনীয় এক দৃশ্যে আমার চোখ আটকে গেল। জানালার ফাঁক গলে
জ্যোৎস্নার আলো আমার ঘরে এসে পড়েছে। অনেক দিন এরকম নয়ন জুড়ানো জ্যোৎস্নার আলো দেখি নি। মনে পড়ে গেল ছেলে বেলার কথা। আব্বু স্কুল টিচার। রাতে খাওয়ার পর আমি, আব্বু আর আমার ছোট ভাই রাত এ হাওয়া খেতে বের হতাম উঠোনে । আমার ছোট ভাই থাকত আব্বু এর কোলে। আর আমি আব্বুর হাত ধরে থাকতাম। বসন্তের জ্যোৎস্না শোভিত রাত গুলো সত্যি অনেক সুন্দর, আলোর বন্যায় ভেসে যাওয়ার মত রাত গুলো এখনো আমার মনে পড়ে। মৃদুমন্দ বাতাসে মিস্টি ফুলের সুবাসে মাতাল করা দিন গুলো আর হয়ত ফিরে আসবে না। কিন্তু সৃতির পাতায় তা এখন জাগরুক ।
বন্ধুরা, তোমরা কি জানো, সবচাইতে সুন্দর পূর্ণিমা কবে দেখা যায়? বৈশাখ এর পূর্ণিমা দেখ। উত্তর তা জানা হয়ে যাবে কিন্তু।
আজ আর নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


