২০১৪সালের এপ্রিলের পরে আজ সামহোয়ার ব্লগে আসা হলো ভাবছি এখন থেকে প্রতিদিন আসাবো।
এর মধ্যে ঘটে গেল অনেক ঘটনা।
আগে ছিলাম পাতি ব্যবসায়ী।
পরে বেকার।
আর এখন গ্রুপ অফ কোম্পানীতে কর্মকর্তা হিসেবে আছি । ৬মাসের শিক্ষানবিস কাল শেষ হল গত কাল ।
আল্লাহর রহমতে ভাল আছি কারন এখন আমি আত্বনির্ভশীল ।
সবই কপাল ভাগ্য ঘুরতে সময়ের ব্যাপার।
জীবনের সকল স্বপ্নই অনেক বড় এবং মানুষের জন্য কিছু করা তাই আর্থিকভাবে স্বচ্ছল হওয়া আমার ছিল পূর্ব শর্ত সাথে সম্মানও।
যদিও চাকুরীর মাঝেও সর্বদাই ব্যবসা ঘুরপাক খাচ্ছে।
ছোটবেলা থেকেই উদোক্তা হওয়ার ইচ্ছা পুশে রেখেছি।
আর যা করতে হবে তা দ্রুত করতে হবে এটাই আমার বড় সমস্যা।
দেখি কপালে কি আছে ।
সবাই আমার জন্য দোয়া করবেন কারন কথা দিচ্ছি আমার দ্বারা মানুষ, সমাজের উপকারই হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



