জলের চেয়েও রোদ ভালো লাগে
তবুও ছুঁইতে গিয়েছি জলকে!
রোদ বলে আমি বড়ই আরাম
আমি ছাড়া তোর আপন বল কে?
এ কথা সত্য তবুও যে ভাই
জলের ও সাথে মিশতে হইবে!
অনুরোধ রাখা আর গেলো কই
ভিজিয়ে এখন রোদে শুকাইবে।
তোদের চেহারা বদলাতে থাকে
দখল করার কুশলে হুমকি?
কিছু দিন আগে রোদ তুমি ভাই
পৃথিবীর পীঠ পুড়েছো কমকি?
আজ তুমি সাধু হয়ে আছো জাদু
গরম কলের কথা সব মনে আছে
এই গরীবের অসহ্য কারি
বিধাতা তোমাকে তারিয়ে দিয়েছে।
এই শীততাপ কোথায় আছিল
গরীবের কথা ভেবেছিল প্রভু,
এত বেশি শীত এসেছে গিয়েছে
গরম এখন প্রয়োজন তবু!
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



