ধর্ম নিয়েই অনেক কেউ বড় কথা বলে,
তাদের ইমান কত? মাপ দেও তলে তলে।
ধর্ম বলে হত্যা করা, যদি হয় তবে পাপ
তাদের আবার আছে ঈমানদারীর ছাপ।
মারলো কেমনে এত, এতটা মানুষ ভাই,
একাত্তরে দিনগুলো যে আমরা ভুলি নাই।
অনেক ধর্মিক দেখি ঈমান দারির ভাব,
নামাজ রোজায় পাকা আর দিচ্ছে লাফখাপ,
নিজের লাভের বুদ্ধি মাথায় আসলে চাপ,
ছাড়াছাড় মিথ্যা কথা, সম্মুখীন আবির্ভাব।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


