সিদ্দিক স্যারের বাসা প্রায় আমার বাসা থেকে এক কিলোমিটার দূরে। তিনি আমার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। স্কুল জীবনে তার মেজাজ ছিল কড়া শাসন।তার বেতের ভয়ে কিছু শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে পালিয়ে গেছে। তবে আমার কোন মাইর খাওয়ার ভয় ছিলনা কারণ টানা প্রথম স্থানটা ধরে রাখতে পারছি কিন্তু আমি যদি দূর্বল হলে একটু ক্লাসে পড়া না পাড়তাম তাহলে মনেহয় স্কুল পালানো ছাড়া উপায় ছিলনা। আসল ব্যাপার হলো স্যারে দুইটা বিয়ে করছেন প্রথম স্ত্রীর পাঁচ মেয়ে তার কোন পুত্র সন্তান ছিলনা আর পুত্র সন্তান হয়না বলে স্যারে আবার বিয়ে করলেন। স্যারে দ্বিতীয় বিয়ে করার সাথে সাথে স্ত্রী ঘরে প্রথমে পুত্র সন্তান হয়ে স্বস্তি দেয় অবশেষে স্যারকে। সেই ঘরেই আরেকটি মেয়ে হয়। স্যার প্রথম স্ত্রীর মেয়ে গুলোকে কখনো ভালো জানতেন না পর্যায়ক্রমে তাদের বিয়ে দিয়েছেন। প্রথম স্ত্রীর শেষ কালে যে মেয়েটা ছিল আমার থেকে এক ক্লাসে বয়সে বড়। দৃষ্টিপাত করলেই দেখা যায় সেই মেয়েটি এক কাপড় পড়ে এক বছর টানা স্কুলে গেছে। আরো দেখেছি হাইস্কুলে ফরম ফিলাপ করতে টাকা দিতে পারে না হাইস্কুলের স্যারের নানা কথা যখন শুনছে তখন আমি সেখানে ছিলাম মেয়েটার প্রতি তখনই আমার সন্দহ হয়।আসলেই স্যারের মেয়ে এমন হতে পারে? পরে জানতে পারছি তার ঘরে সৎ মা আছে। আসলেই কি সৎ মা কি মা হতে পারে না? সৎ মা ঘরে আসলেই কি আগের স্ত্রী সন্তান গুলো চোখের বিষ হয়ে যায়?যুগে যুগে সৎ মার তাণ্ডব শুনছি কিন্তু নিজের চোখে দেখার অভিজ্ঞতা হলো। গত সপ্তাহের বুধবার সিদ্দিক স্যার মারা গেছে। স্যার তিনি আমার সম্মান পাওয়ার পাবেন কিন্তু সমালোচনা থেকে তিনি যে তার আগের ঘরের পাঁচ সন্তান কে একটুও সম্পদ দিয়ে যান নায়। সবটুকু সম্পদ দ্বিতীয় স্ত্রী ঘরে এক ছেলে ও তার মেয়ের নামে লিখে দিয়ে গেছেন। গত কাল শুনেছি তার পাঁচ মেয়ে আসছে স্যারের বাসায়, সবাই কান্না কাটি করে চলে গেছে। মেয়ে গুলা বলে গেছে আমাদের কি তিনি বাবা না? আমাদের কেন জন্ম দিয়েছে? আমরা কি দোষ করছি?
আমার আলোচনা অথবা সমালোচনা আমার কাছে এই বিষয়টা উল্লেখযোগ্য হলোঃ
(১) পারিবারিক অংশীদার সম্পদ বন্টন সুত্রে আইন সম্পর্ক জানা নাই।
সমাজে মানুষ কাছে শুনতেছি যে পুত্র সন্তান না হলে তার সম্পদ সবটুকু অংশ ভাইয়েরা পেয়ে যাবে। এই বন্টন আইন থাকলে তবে
এটা বাতিল করা উচিত কারণ, সন্তান মেয়ে হোক আর ছেলে হোক সকল সম্পদ তার সন্তানই পাবে।
(২) ছেলে সন্তান কি বাবার বংশ আভিজাত্য ধরে রাখে এটা ভুল ধারণা সন্তানের সুত্রে সবাই বংশ রক্ষা করে বাকি কুসংস্কার ।
(৩) আপনি কি মনে করেন একজন শিক্ষক হয়ে সন্তানকে ঠকানো ঠিক হয়েছে?? একজন শিক্ষকের থেকে সবার শেখা হয় তিনি যখন ভুল করেনে তখন খুব খারাপ লাগে......
(৪) পারিবারিক সম্পদ বন্টন আইনে নারী পুরুষ সমান পাওয়া উচিত এছাড়া মেয়ে সন্তান হলেও বাবার সকল সম্পদের অংশ মেয়েরাই পাবে এই আইন পাশ কেন হয়না?
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


