সমাজের নানা ঘটনাকে কেন্দ্র করে আমার ব্যক্তিগত কিছু উক্তি সৃষ্টি হয়েছে
(১)অমানুষের সাথে অর্থের সম্পর্ক থাকতে পারে কিন্তু আত্নার না
(২) পরিশ্রমকে বিশ্বাস করে না যারা দুর্নীতির পথকে সফল হতে হাতিয়ার বানায়।
(৩) যে নিজে খারাপ আরো দশজনকে তার মত খারাপ বানাতে চায় বুদ্ধি দিয়ে।
(৪)মিথ্যার গুজব ব্যাপন প্রক্রিয়ার চেয়ে দ্রুত ছড়ায়।
(৫) মানুষ মুখে ভালো কথা বলেই কাজের সময় আসল মানুষটিকে চিনা যায়।
(৬)এক পাপে হাজার পাপের দিকে আকৃষ্ট হয় ।
(৭)অধিকাংশ বাঙালি কান কথা বেশি বিশ্বাস করে! সুযোগ পেলে তিলকে তাল বানায়,
জ্ঞানী লোক চুপ করে থাকে সঠিকটা বুঝার জন্য অপেক্ষা করে হঠাৎ করে কিছু বলেনা বা কারো বিরুদ্ধে মন্তব্য করে না।
(৮)নিজের ঢোল নিজে পেটানো বিনা কারণে উচিত নয় তাহলে তার জ্ঞানের ঘাটতি আছে ধরা হবে।
(৯)একটি মিথ্যা কথা একশ মিথ্যা কথার জন্ম দেয়।
(১০) খালি কলস বাজে বেশি, ভরা কলস নড়ে কম। অহংকার সে করে যার বেকরাউন্ড সমৃদ্ধ ছিলনা।
(১১)পৃথিবীর সকল মানুষ মেধাবী কেউ পড়াশানায় ভাল, অথবা কেউ শয়তানি তে ভালো।
(১২)রক্তের লোক বেইমানি করলে জীবন বড় দুঃখ থাকে।
(১৩) যারা বলে ভালো মানুষের ভাত নেই তারাই খারাপকে সমৃদ্ধ করতে চায়।
(১৪)যেখানে খারাপ এর সংখ্যা বেশি সেখানে একজনের ভালোর মূল্য নেই ।
যেখানে ভালোর সংখ্যা বেশি সেখানে খারাপের পাত্তা নেই।
(১৫)কিছু লোক নিজে কোথায় জালেম হিসেবে পরিচিত জুলুম করে কিন্তু
সমাজে সে সুযোগ পেলে নিজেকে ফেরেস্তা হিসেবে উপস্থাপন করে।
(১৬) উপকার করলে অপকার করবে জেনে মানুষ উপকার করা ছেড়ে দিয়েছে
(১৭)উচ্চবিত্ত বা আঙুল ফুলে কলা গাছ হলে তো আর মানুষকে মানুষ মনে করে না।
(১৮) উপর তলার মানুষ গুলো নীচের তলার মানুষ গুলোকে মনে করে এরা মূলত এক শ্রেণির প্রাণীর মত।
(১৯)নিজের স্বার্থে সাদা কে কালো করে কালো কে সাদা করে বাঙালি জাতি কু অভ্যাস।
(২০) বাঙালি জাতি রক্তের সাথে বিশ্বাস ঘতকতা করে অন্য জনের সাথে সাধু সাজে।
(২১) কিছু চালাক অন্যের সাথে চালাকি করে তার চালাকি টা যে অন্যে বুঝতে পারে সেটা সে বুঝতে পারেনা।
লেখা মোঃ মুসা
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


