
তোমার মুখে জোৎস্না দেখে ভুলে গেছি চাঁদ
নিভিয়ে ফেলছি হাতের চেরাক হঠাৎ সারারাত,
হঠাৎ করে মুখের উপর দিলে প্রাচীর বেড়া
এখন আমায় রাতে কাটে অন্ধকার করাত।
তোমার চোখে ঐ পুকুরে রত্ন হীরা দেখে
ভুলে গেছি সাত সমুদ্র ভোরের শিশির কণা,
তোমার চোখের পুকুর জুড়ে কাঁকড়া চাষে
রত্ন ও নাই হীরাও নাই স্বার্থ বনিবনা।
তোমার চোখে কুমির পালো পাঙাস মাছের
পোনা পালো হীরা রত্নের ঝিনুক তুমি পালো,
মিথ্যে তুমি বলছো কেনে যত ফাউল
প্রকৃতির ওই সরল সহজ মিছে তোমার ভালো।
বর্ষা কালে বৃষ্টির ভেতর ব্যাঙের মুখের
বাইস্যা কালের ঘ্যাঙর ঘ্যাঙর না দেখেছি বলো?
তোমার মুখে বাইস্যা কালের গোটা গোটা আওয়াজ পেয়ে
ব্যাঙের মুখের বাইস্যা কালের শব্দ দ্যাখা হলো।
তোমার মুখের জোৎস্না দেখে ভুলছি সারাদিন
অন্য মুখের সাত সমুদ্র ভুলছি রূপের টেউ,
হয়তো কারো সোনা ঝরা হাসি ঝলক
তাকিয়ে একবার চাইনি দেখে মিছে মনে কেউ।
যায়নি নজর জোৎস্না ঝরা একটি ভোরের পায়ে,
অথচ জোৎস্না মেঘ ঘনিয়ে হারিয়ে গেছো
সামনে পাহাড় রেখে তুমি যায়না দেখা তারে
শূন্য করে ফকির মনে আছি তোমার দায়ে।।
লেখা মোঃ মুসা
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


