বদলে গেছে বিস্তৃত রাস্তার শরীর,
বদলে গেছে মানুষ তার চেয়ে স্নেহ ভাঙা
নিভেছে চক্ষু প্রদীপ হৃদয়ে চৌচির।
দাদার পিতার চক্ষে উঠেছিল গ্রাম গঞ্জ
মাটির স্তুূপে উঠেছে বসতের ভিটা,
দাদার পিতার সত্তা এখন অদৃশ্য হয়ে
অস্তিত্ব হীন দাদাও হয়ে আছে চিটা।
অর্থের দাপট টানা জগৎ হিংসাত্নক মনে
রেষারেষি কতটুকু? জীবন প্রদীপ,
কারো মনে নেই দশ পুরুষের নাম,কাম
মানুষ কেন হয়েছে? লালসার জীব।
রাস্তার চিত্র ধরেছে চিকন সুতা আইলে
দাদা এসেছিল বাড়ি সেই পথ ধরে
রাস্তা হয়েছে সড়ক দেখনা দাদায়
হয়েছে স্থায়ী গায়েব অদৃশ্যের পাড়ে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৯