
সিরাজগঞ্জ শিয়ালকোল অবস্থিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ঘটনায় নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। উক্ত কলেজের রায়হান শরীফ নামের এক শিক্ষকের বিরুদ্ধে (আরাফাত আমিন) নামের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ করা হয়। অভিযোগ দাখিল করে শিক্ষার্থীর বাবা। এদিকে শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় চিকিৎসক রায়হান শরীফকে আটক করা হয়। তাঁর কাছ থেকে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের ২টি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, ৪টি ম্যাগাজিন ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়।শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে । রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
( গত ৫ তারিখের প্রতিবেদন কপিঃ প্রথম আলো।)
প্রথম প্রতিবেদন বলছে শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষার্থীদের ওপর ক্ষুব্ধ হন রায়হান শরীফ। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে বলছেন ‘তোমাদের কারও কি পোষা পাখি আছে? আমার পোষা পাখি আছে।’ এই বলে তিনি সঙ্গে থাকা ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থীদের বলেন, ‘এটা আমার পোষা পাখি।’ এরপর পোষা পাখিকে গুলি করেন। ঐ গুলি শিক্ষার্থী আরাফাত আমিনের ডান ঊরুতে লাগে।(প্রথম আলো প্রতিবেদন
১)একজন শিক্ষক অস্ত্র দিয়ে ছাত্রদের ভয় দেখাতে গিয়ে কী ফেঁসে গেছেন? প্রথম খবরে মনে করেছিলাম ভয় দেখাতে গিয়ে তিনি ফেঁসে গেছেন।
২)এখন মামলার পরে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে। তার অস্ত্র কি বৈধ?
৩) বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী আমার কাছে এই সরকারের সেরা মন্ত্রী।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



