হয়তো তোমায় পাবো না আর জানি
কে পাবে কে, তা-ও আমি জানি,
কি হবে কি হবে না যে করে!
তবু মনে করে টানাটানি।
তবু মনে হঠাৎ হঠাৎ করে
তার পিছনে হঠাৎ ঝুঁকে পড়ি,
আনমনে তাও সব ব্যবধান ভুলে
তার ভিতরে খাচ্ছে গড়াগড়ি।
কেউ দেখে না হচ্ছে কি আর মাঝে
এমন কথা সামনে কি আর সাজে,
বলে যদি অন্য কেহ বাজে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


