মানুষ কি আদিম গুহা থেকে বেরিয়ে এসেছে? নাকি মানুষ এখনো বন্য স্বভাব পোষণ করে। আদিম যুগে মানুষ বেঁচে থাকার জন্য বন থেকে খাদ্য জোগাড় করতো। একটি সময় এসে পশু শিকার করে খেতো। আধুনিক যুগ পেরিয়ে প্রযুক্তির যুগে এসেও কি মানুষ পশু শিকার করে খায়? হ্যাঁ মানুষ এখনো বন্য স্বভাব প্রকৃতির নিয়মে চলছে। মানুষ সৃষ্টির সেরা জীব। কিছু মানুষ সৃষ্টির নিকৃষ্ট জীব। দুটো কথার দুটো চরম সত্য। মানুষ মানবতায় বিশ্বাস করে, তবে সেটা নিজের বেলায়। মানুষ মানবাধিকার সংস্থা করছে,মানুষ কর্তৃক পশুর কাজ কর্ম এখনো চলছে।
আপনরা কি বাস্তুসংস্থান কথা বলবেন, তাহলে আপনি আদিম গুহায় এখনো বাস করছেন। বাস্তুসংস্থানের কথা টানলে কিভাবে আপনি সৃষ্টির সেরা জীব হলেন। ঘাস ফড়িং কে খায় ব্যাঙ , ব্যাঙকে খায় সাপ এইভাবে চলছে । এটা তো একটা বন্য স্বভাব। আপনি মানুষ সৃষ্টির সেরা জীব তাহলে আপনি বন্য স্বভাব পোষণ করেন কেন? আপনি আগে পশু শিকার করে খেতেন আদিম যুগে, গরু ছাগল,হাস মুরগী সবকিছু খেতেন এখনো খাচ্ছেন ! সকলে বাঁচতে চায়। পৃথিবীর বুকে সকলে বংশবিস্তার করতে চায়। প্রাণী হত্যা বন্ধ করুন। আপনার লালসার শিকার একটি জীবন্ত প্রাণ! আপনি কিভাবে মানুষ হলেন। আপনি বন্য স্বভাব প্রকৃতির।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


