ছাত্রদের মেরেছে খুনির বিচার হবে আইনের মাধ্যমে হবে। এটা আমি বিশ্বাস করি। সরকার পতনের পর পুলিশ মেরেছে আমি মনে তারা ছাত্রের অংশ না। ছাত্র হলেও যদি তারা প্রকৃত শিক্ষিত নয়।। পুলিশ যদি হত্যা করে থাকে ।তাদের আইনের মাধ্যমে বিচার করা যেতে পারতো।আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি। এখন তাদের বিচার করতে পারতেন।
একটি দলের সকলে খারাপ নয় , তাই আওয়ামীলীগ সরকার যে জোর জুলুম নির্যাতন করেছে। এটা কখনো সাপোর্ট করার মত নয়।বিচার হওয়া উচিত। শাকিব,মাশরাফি কে হামলা মামলা ঠিক হয়নি।এতে যারা অপরাধ করছে তারাও নিজেদের সাধু দাবি করতেছেন।
আমি কখনো অন্যায় কে সাপোর্ট করি না। আইন হাতে তুলে নেওয়ার পক্ষে সাপোর্ট করি না। কিছু উৎসুক জনতা ক্ষোভের বসে যদি এমন করে থাকে ।আইন হাতে তুলে এটা ঠিক করে নাই। আমি ছাত্র আমাকে শিক্ষা দিয়েছেন সু শিক্ষা। বিবেক আমার সবচেয়ে বড় আদালত। পুলিশ মানুষের সাথে যা আচরণে করেছেন বিগত দিনে ক্ষমার অযোগ্য কিন্তু আইন হাতে তুলে নেয়ার পক্ষে না। ছাত্রদের প্রথমে কেউ হানাহানি করে নাই। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছে।
মোঃ মুসা শশীভূষণ চরফ্যাশন ভোলা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্ম সমর্থন ছিল আমার। যদিও ভোলা চরফ্যাশন এ কোন মিছিল মিটিং করা সম্ভব হয়নি। আমি চরফ্যাশন এ ছিলাম।
লেখা ১০/০৮/২০২৪


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



