গতকালই বিশ্বকাপ ফুটবলের সকল হিসাব-নিকাশ শেষ হয়ে গেছে বলে আমার বিশ্বাস। কারণ বাংলাদেশে শুধুমাত্র ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টারই উল্লেখযোগ্য....বিতর্কটা তাদের ঘিরেই।
গত কয়েকদিন যাবত এক গ্রুপের ফ্যানরা আরেক দলের ফ্যানদের টিটকিরি করে পুষ্টাইছেন। এ দেখতে দেখতে সকল ব্লগার ক্লান্ত।
আমরা ব্লগে তথ্য সমৃদ্ধ লেখা চাই। প্যাঁচাল চাই না।
সবাইকে ধন্যবাদ।
অপট্র্যাক: আমাদের সবাইকে এটা স্বীকার করতে হবে বিশ্বকাপের ইতিহাসে দু'জন প্লেয়ারই আছেন যারা একক নৈপুন্যে দলকে বিশ্বকাপ পাইয়ে দিয়েছেন...তারা হল পেলে এবং ম্যারাডোনা। তাদের তুলনা শুধু তারা।..বর্তমান কালের মেসি, কাকা, রোনালদোর তাদের সাথে তুলনা চলে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




