ব্লগের সকল ব্লগারদের কে আনুরধ
করছি একবার ২ মিনিট এর জন্য এই
লেখা টাকে পড়ার জন্য। প্লিজ।
..বাবা ৫০০ টাকা লাগবে?
.. কেনো?
.. হাত খরচের জন্য।।
পকেট থেকে বের করে দিলো!!
কিছু দিন পর!!
..বাবা,৩৫০
টাকা লাগবে! ..কেনো?
.. নেট নিবো তাই ।
.. তোর মার কাছ থেকে নিস ।
আবার,
.. বাবা টাকা লাগবে।
.. কেনো?
.. বন্ধুরা সবাই পিকনিক করবো।।
.. নিস পরে।।
.. না না!! এখনই দাও
পকেট হাতড়ে কিছু
টাকা দিলো ।।
.. বাবা বই কিনতে হবে,
টাকা দাও।
..খুশি হয়ে, কতো লাগবে?
.. ৫০০ টাকা ?
(বাড়িয়ে বললাম।।
বাকিটা আমার)
আমরা মধ্যবিত্ত পরিবারের
ছেলে।।
আমাদের এতো চাহিদা থাকতে
নেই, তবুও তৈরী হয়ে যায় ।।
আর এই সব চাহিদা একা কষ্ট করে
যে মানুষগুলো পূরন করে
চলেছে তাদের নাম “বাবাও মা“
।।
এমনও হয়েছে, বাসায় ঢুকছি,
তখন বাবা -মা
কথা বলছে "ছেলেটির বই
কিনে দিতে হবে, আবার তোমার
ডাক্তারও দেখানো লাগবে!! "
মা কোন দ্বিধা ছাড়াই আমার
বই
আগে কিনতে বলে!!
পরে বাবা টাকা ম্যানেজ
করে বই,
ডাক্তার দুইটারই
ব্যাবস্থা করে।।
ঈদের মার্কেট করার সময় ,
বাবাকে
কিছু নিতে বলি। নেয় না।।
শুধু বলে : আমার
তো জামা আছে,
এইটা দিয়েই
চলে যাবে ।পাছে আমাদের
জামা -
কাপড় কিনতে টাকার
শর্ট পরে তাই!! [নিজে ৩ বছর
পুরাতন জামা পড়ে কিন্তু
আমাদের ৬মাস পরপর জামা
প্যান্ট কিনে দেয় ]
এতোকিছুর পরও বাবার মার
সাথে
খারাপ ব্যাবহার করে ফেলি!!
বুঝতে পারি পরে, আসলেই
বড় ভুল করে ফেলেছি।।
"মাথার উপর একটা বটগাছ
আছে তো তাই বুঝি না!!"
মা-বাবা - আমি তোমাদের
আনেক ভালবাসি।।
সবাই সবার মা-বাবার জন্য দোয়া করুন.....
(রাব্বির হামহুমা কামা রাব্বাই ইয়ানি ছগিরা)