আজকাল মানুষের অনলাইন এক্টিভিটি দেখে বেশ ভালই লাগে। তখন মনে হয় সবাই আমরা টেকনোলোজি নিয়ে গবেশষনা করছি।
আবার যখন দেখি সবাই ইন্টারনেট ব্যবহার করে শুধু ফেইসবুক চালায়। তখন মোটেও আর ভালো লাগনে।
আমাদের নিত্যদিনের একটা রুটিন হয়ে গেছে ফেইসবুকে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই এক্টিভ থাকতে হবে। ঘুম থেকে উঠে ফেইসবুক নটিফিকেশন চেক করা ম্যাসেজ চেক করা ইত্যাদি। আবার ঘুমানোর আগেও সেম অবস্থা। সারাদিন তো আছেই।
খাবার টেবিলে, নাস্তার টেবিলে, রেস্তোরায়, অফিসে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, পড়ার টেবিলে, রাস্তায়, মাঠে-ঘাটে যেখানেই একটু সময় পাই সেখানেই ফেইসবুক।
ফেইসবুক আমাদের পাগল করে দিয়েছে।
ফেইবুক এখন সবকিছু হয়ে গেছে।
ফেইসবুকে জ্বালায় আর ঘুম ধরেনা। মনে হয় রাতে ঘুমের মাঝেও ফেইসবুক ব্যবহার করতেছি। সপ্নে তো প্রায় ব্যবহার করে থাকি।
হ্যাপি ফেইসবুক, হ্যাফি ফেইসবু ব্যবহারকারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


