আমি আসবো বলে, সিড়ি থেকে শুরু করে, বসার ঘর দিয়ে খারার ঘর পর্যন্ত তুমি একেঁ ছিলে আলপনা । কত কষ্ট করে, রাত ভর জেগে, তুমি নাকি তা করেছিলে, তখন আমি বুঝিনি, তোমার মনের কল্পনা ।
যখন তোমায় আমি প্রথম দেখলাম, দেখামাত্র আমার নজরটি কাটলে, দেখে তোমার চুল।
বাহ্ কি সুন্দর লম্বা লম্বা দীর্ঘ চুল, তখন যদি বলতাম আমি, তুমি খায়রুনলো তবুও হতো না আমার ভুল ।
যেদিন তোমায় আমি বললাম, তুমি খায়রুনলো, তুমি বললে এতদিন পর তা মনে পড়লো, আর তুমি হেসে হেসেই হলে যে ব্যাকুল ।
এরপর আমি দেখলাম তোমার চেহারা, সেই সুন্দরীও নও তুমি, তবে দেখতে কিছূটা শ্যামলা বর্ণের রোকেয়া প্রাচি ।
মায়া ভরা মুখখানি তোমার বডি ল্যাংগোয়িজ দিচ্ছে মিষ্টি হাসি ।
কিন্তু তুমি যে বেশী কথা কও না, বাড়াই যা মায়ের মুখে তোমার সব কথা, তখন আমি শুধু মনে মনে ভাবি তুমি যে কেমন তখন তোমার মা বলে উঠলো আমার মেয়ের স্বভাব এমন
আজকের মত এই টুকু