দিশাহীন চোখে খুঁজে যাই
শুধু খুঁজে যাই,কি আশায়
এ শহর বড় অচেনা,কেও বোঝেনা
তাকে হায়
জ়েগে থাকে মন চেনা নামে তার
জ়েগে থাকে মন চেনা নামে তার
কেন আর ডাকে না মা
দিশাহীন চোখে খুঁজে যাই
শুধু খুঁজে যাই,কি আশায়
এ শহর বড় অচেনা,কেও বোঝেনা
তাকে হায়
লাগে না ভাল লাগে না
মায়াহীন এ পৃথিবী আর
যেতে চায় মন পেতে চায়
স্নেহ ভরা পরস আবার
লাগে না ভাল লাগে না
মায়াহীন এ পৃথিবী আর
যেতে চায় মন পেতে চায়
স্নেহ ভরা পরস আবার
দিশাহীন চোখে খুঁজে যাই
শুধু খুঁজে যাই,কি আশায়
এ শহর বড় অচেনা,কেও বোঝেনা
তাকে হায়
একা প্রাণ তবু খুঁজ়ে যায়
কোথা হারিয়ে গেছে মা
ভেজা চোখ ধরে রাখে আজ
শুধু অবুঝ বোবা কান্নায়
একা প্রাণ তবু খুঁজ়ে যায়
কোথা হারিয়ে গেছে মা
ভেজা চোখ ধরে রাখে আজ
শুধু অবুঝ বোবা কান্নায়
দিশাহীন চোখে খুঁজে যাই
শুধু খুঁজে যাই,কি আশায়
এ শহর বড় অচেনা,কেও বোঝেনা
তাকে হায়
ফেবু এক জনের স্টেটাস-এ গানটা দেখলাম. কিন্তু ও জানে না এটা কে গেয়েছে। কারো লিংকটা জানা থাকলে একটু হেল্প করবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




