আমি কাঁদিনি কখনো..
আমি নিশ্চুপ ছিলাম,
আমার ক্ণ্ঠ রোধ করা হয়েছিল
আমার চোখ দুটি কোছর থেকে উপরে ফেলা হয়েছিল
আমি রক্ত ঝরা শিমুল হয়েছিলাম
আমি কান্নাকে পশ্রয় দিই নি
আমি দ্বারে দ্বারে নিজেকে ভীড়াইনি
আমার হাত দুটি ওরা নিতে চেয়েছিল,
আমি বাঁধা দিইনি।
আমার চোখের জল আমি অনুভব করিনি কখনো
আমায় উলঙ্গ করে তারা হেসেছিল
আমাকে ত্যাজ্য করে ক্ষান্ত হয়নি কেউ
আমি কাঁদিনি তখনো....
আমি জানি ক্ষুধা কী..
আমি দেখেছি ক্ষুধার্ত শিশু কীভাবে কাঁদে
আমি দেখেছি ক্ষুধার জ্বালায় মানুষ কী করে
আমি দেখেছি মানুষকে কীভাবে মানুষ করুণা করে
আমি বুঝেছি ক্ষুধা একটি জ্বালা...
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



