ছোটবেলা থেকেই মেঘের প্রতি একটা বিশাল দূর্বলতা ছিল ।
মেঘ সবার পছন্দের ।
কি সুন্দর দেখতে!
কিন্তু মেঘ একটা সময় পর ঝরে যায় । যেমনটি আমরা ঝরে যাই ।
মিলিয়ে যাই ।
এর মধ্যেই কেউ কেউ থাকেন যারা মিলিয়ে যান না ।
আমাদের মাঝে থাকেন চিরটা কাল ।
খুব ছোটবেলায় একটা লেখা পড়েছিলাম "পশুর মত খেয়ে পড়ে জীবন কাটালে মৃত্যুর পর কেউ স্মরণ করে না" ।
লিখাটি ভীষণ নাড়া দিয়েছিল ।
জানি না কোন টাইপের মেঘ হব ।
শুধু জানি আমার জীবনটা মেঘের মত ।
কিছু দিন ভাসব ।
একটা সময় পর ঝরে যাব ।
তাই আমার খুব প্রিয় লাইন গুলোর একটা
আমি মেঘ বলছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






