"এক জন ছেলের সব চেয়ে ভাল বন্ধু তার মা "
এই লাইন টি বেশ জনপ্রিয় এই মুভিটির কারণে ।
এই মুভিটি এক টি সাইকোলজিকাল থ্রিলার । যা ১৯৬০ সালে নির্মিত ।
আমি মুভি অত ভাল বুঝি না । যারা ভাল বোঝেন তাদের টাই শুনি আর বোঝার চেষ্টা করি । অনেকি কিছুই বুঝি না!! টারান টিনোর মুভি একটাও কিছু বুঝি নাই!
এই মুভি আমার মত সাধারণ দর্শকদের শেষে বেশ চমকে দিয়েছে!
আমি জানি না আপনাদের কেমন লেগেছে । জানালে খুব খুশি হব ।
আর যারা দেখেন নি । তারা দেখে ফেলুন ।
মুভিটি যোগাড় করতে আমার খুবি কষ্ট হয়েছিল । আমার নিজের ডাউনলোড করার মত নেট নেই । বন্ধুদের অনেক বার বলার পর ও
তারা নামাতে রাজি হয় নি । কয়েক টি দোকানের ঘুরেও পাই নি ।
আমার এক পরিচিত বড় ভাই এর কাছে পেয়েছিলাম । তার বাসায় গিয়ে নিয়ে আসার সময় আনন্দে হাটতে পারছিলাম না!!
এসেই দুইবার দেখেফেলেছিলাম!
প্রথম বার যা যা মিস করেছি দ্বিতীয়বার তা খেয়াল করলাম । আজ ভাবছি আরেকবার দেখব ।
আমার কথা এলোমেল । কারণ আমি লিখতে পারি না । বাংলায় সব সময় ই কম নাম্বার পেতাম ।
ট্রেলার
৭ মিনিটের!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






