মেঘঃ ওগো বৃষ্টি, খুব মন চাইছে তোমাকে আজ একটা কিছু উপহার দিতে
বৃষ্টিঃ
মেঘঃ কেমন আছি? মনটা খুব ফুরফুরে। কাল সারাটা দিন বৃষ্টি হয়েছে। জানো, ছাতা মাথায় করে সাবওয়ে থেকে হেটে আসতে আসতে অদ্ভুত ভালোলাগা একটা সুখের অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল আমার সমস্ত চিত্ত সেই বৃষ্টিতে হেসে খেলে নেচে নেচে বেড়াচ্ছে। চমৎকার একটা সুখের রিনিরিনে আবিষ্ট করে ফেলছিল আমার মন-প্রাণ।
আর আজ ভোরে উঠে প্রভাতের রুপ দেখে মনে হচ্ছিল যেন স্বর্গলোকে আছি। বুঝলে, আমাদের সব সুখের আধার লুকিয়ে আছে ঐ মনটায়। মনের আকাশটা মেঘে ঢেকে থাকলে পৃথিবীর সব রুপও যেন আড়ালে চলে যায় আর ওমনি যেই মেঘটা বৃষ্টি হয়ে ঝরলো, পৃথিবী তার সব রুপ আপন আপন মহীমা, সৌন্দর্য নিয়ে হাজির।
"হৃদয় আজি মোর কেমনে গেল খুলি,
জগৎ আসি সেথা করিছে কোলাকুলি--"
...
"আজি এ প্রভাতে প্রভাতবিহগ
কী গান গাইল রে!
অতি দূর দূর আকাশ হইতে
ভাসিয়া আইল রে!
না জানি কেমনে পশিল হেথায়
পথহারা তার একটি তান,
আধাঁর গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া
গভীর গুহায় নামিয়া নামিয়া
আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া
ছুঁয়েছে আমার প্রাণ।
...
আজি এ প্রভাতে কী জানি কেন রে
জাগিয়া উঠেছে প্রাণ।"
...
বৃষ্টি, তোমার ঐ ভেজা অধরে আমার আজিকের এই আবেশিত মনের একটা চিহ্ন একেঁ দিতে চাই। দিবে?
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



