যদি ইচ্ছে করে শুনতে পারো আমার এই গান
সারাটি রাত একাকী বসে
যদি ইচ্ছে করে আকঁতে পারো আমার ছবি
তোমার মনের ক্যানভাসে
মনের অভিমানগুলো হারিয়ে যায় আজ আকাশে
পুরোনো সেই দিনগুলো আসুক নতুন হয়ে
...
যদি ইচ্ছে করে ভাবতে পারো আছি আমি
তোমার কোমল হাতটি ধরে
...
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো...
আচ্ছা মিতা কখনো কি সূর্যোদয় দেখেছো...রক্তিম টকটকে লাল সূর্যটা ধীরে ধীরে তার আভা ছড়াচ্ছে আর সেদিকে চেয়ে চেয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছ?...হয়েছে কখনো এমন?...একবার কি হয়েছে বলি...ফাইনাল এক্সামস্ চলছিল তখন...প্রস্তুতি খুব একটা ভালো ছিল না বলে সেদিন ক্যাম্পাস থেকে বাসায় ফিরিনি...তো রাত ৩ কি ৪টা পর্যন্ত পড়লাম...তারপর ক্যাফেটেরিয়াতে যেয়ে ঘুম...জানো নিশ্চই ফাইনালের সময় ক্যাফে ২৪ ঘন্টা খোলা থাকে...এত্তোই ক্লান্ত ছিলাম চোখ বুঝতেই ঘুমের রাজ্যে চলে গেলাম...হঠাৎ কি জন্যে জানিনা...৫টার দিকে ঘুমটা হঠাৎ ভেঙ্গে গেল...সঠিক সময়টা মনে নেই...ঘড়ির দিকে চেয়ে উঠে পড়লাম...ভাবলাম সূর্য দেখার এমন একটা সুযোগ নষ্ট করি কি করে!...ঘুমের রাজ্য থেকে পুরোপুরি ফিরে আসলাম...বই খাতা ব্যাগে গুছিয়ে নিয়ে বাইরে বেরিয়ে কফি কিনে এনে আবার ব্যাক করলাম...কিন্তু সূর্যোদয় এখন কোত্থেকে দেখি...সমস্যা তো!...উমম কি করা যায় ভাবতে ভাবতে মনে হলো উচুঁ কোন জায়গায় যাচ্ছি না কেন!...ব্যাস...সাথে সাথে পেয়েও গেলাম...মেইন বিল্ডিং এর ৭ তলায়...যেই ভাবা সেই কাজ...এলিভেটরে করে ৭ তলায় উঠে ধীরে ধীরে অবলোকন করতে লাগলাম নীল আকাশটাকে লাল রঙ দিয়ে সূর্যের পেইন্টিং করার দৃশ্য...হাতে আমার ধূমায়িত কফির কাপ...দৃশ্যটা কল্পনা করতে পারো!...স্বপ্নের কোন নায়কের মতো লাগছিল নিজেকে তখন...
কথাগুলো তোমাকে বললাম কারণ পরশু রাতেও আমি ক্যাম্পাসে ছিলাম...সূর্যটা অবশ্য দেখতে পারিনি...কারণ এবার ছিলাম অন্য একটা বিল্ডিং এ...একটা রুমে আবদ্ধ...সূর্যোদয় দেখার কোনো উপায় ছিলনা...পড়ার প্ল্যান থাকলেও সারারাত মুভি দেখেই কাটিয়ে দিলাম...ফলাফল পরের দিন ফাইনালটা চরম রকমের খারাপ দিয়ে এলাম...মী কিছুটা আপসেট সে জন্যে...অবশ্য স্টাডি করেও কোন লাভ হতো কিনা কে যানে...প্রফেসরটা আসলেই চরম রকমের...না থাক শব্দটা আর বললাম না...
তারপর...আছো কেমন মিতা...দেখো কান্ড...এতোক্ষণে জিজ্ঞেস করি
...নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে...নিয়ে যাবো...লা লা লা...যদি তুমি বলো...লা লা লা...গান শুনছি...অর্থহীন নামের একটা ব্যান্ডের গান...লিরিক্সগুলো চমৎকার না!!...সে জন্য বলি মাঝে মাঝে বাংলা গানটান শুনো...বুঝতে পারবে গানের কথাগুলো কোথায় যেয়ে বিধেঁ...ভালো কথা, আমি যে গানটা সেন্ড করেছিলাম কই বললে নাতো কেমন লাগলো?...
তোমাকে লিখতে যেয়ে মনটা কেন যেন বেশ ভালো হয়ে গেল...অবশ্য খুব একটা খারাপও ছিল না...থ্যাংক্স...এএএএহহহ্...তোমাকে থ্যাংক্স দিতে যাবো কেন...লিখেছিতো আমি...সো থ্যাংক্স তাও আমারি প্রাপ্য...থ্যাংক্স বৃষ্টির দিনে
যাই এখন...অনেক অনেক কাজ পরে আছে...আচ্ছা কাল কি তুমি ক্যাম্পাসে ছিলে?...জানতে চাইছি কারণ কাল পাকিস্তানীদের কালচারাল শো ছিল...যদিও আমাদেরটার ধারে কাছেও যেতে পারেনি...তারপরেও শেষের দিকে খাওয়াটা বেশ ভালোই দিয়েছে...তারপর ওপেন ফ্লোর ড্যান্স...আমরা যদিও খেয়েই কেটে পরেছিলাম...তুমি ছিলে ওখানে?...
...চলি...অনেক লিখলাম...এবার তো রাগ অভিমান কিছুটা কমলো!...আবার কখন লিখবো বলতে পারছিনা...ফাইনালস্ যেহেতু সামনে...তো ভালো থেকো...তোমার ফাইনালস্-এর জন্যও শুভকামনা রইলো...চলি...আবার হয়তো কথা হবে...কোন এক বৃষ্টি ভেজা দিন...হয়তো...
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



