অনেকেই ভদ্রতা(!) করিয়া মনের কথা মুখে বলিতে পারে না। তাহারা গান করে `কাভি কাভি মেরে দিল মে এক খেয়াল আতা হায়...কে যায়সে মুঝকো বানায়া গেয়া হায় পাকি কো লিয়ে"... আহা কি দু:খ পাকবন্দে যেতে না পারার। তাহারা এখন জা.শি করিয়া সে দুস্ক কিঞ্চিত হইলেও প্রশম করিবার সুযোগ পাইয়াছে, তাহারা ব্যারিস্টারীয় দুধে ধোয়া, তিনি বয়ান করিয়াছেন জা.শি কে ও ধরা হইবে। অথচ নিজে ২০০৫ এ তাহাদের সহিত একমঞ্চে বসিয়া সহমত প্রকাশ করিয়া আসিয়াছেন তাহাদের রগ কাটার সহিত। আসিয়াই অবশ্য সতেলি ভাইকে জেলে পুরিয়াছেন মদের মামলায়। নিজে যদিও কিঞ্চিত পান করেন শরাবন তহুরা জ্ঞান করিয়া। অমৃত বচন শুনি, ইসলামে ওহী নাযিল দেখিবার সৌভাগ্য আমার হয় নাই, ব্যারিস্টারীয় বচন-বুলি শুনিবার সুযোগ ও কাজে লাগাইবো না, অতটা বোকা আমি নই।
অনেক তারকা খচিত মানুষদের মূল্যবান কথা শুনিয়া এই অধমের নাপাক দিল কান আজকাল বহুত খুব শান্ত...জেহাদ অমুক জিনিসের প্রতি তমুক জিনিসের প্রতি...আমি এখনো ভোটার তালিকা করিতে পারি নাই, লঙ্গর খানায় খাইতে গিয়াছিলো েয নাদান তাকে গ্রেফতার করিয়াছি। সিভিল এক সংগঠনের প্রধান সমন্বয়ক হইয়া বসিয়াছি। জঞ্জাল সাফ করিতে হইবে। মুহম্মদ(স
কাভি কাভি মেরা দিল মে খেয়াল আতা হায়...ইয়ে ইস দেশ না হুয়ে তো উ হোতে তো কেয়া হোতা...কাভি কাভি মেরা দিল মে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



