মেডিকেল ছাত্রদের মত স্কারপেল নয়
চাপাতি দিয়েই অপারেশন করি||
বুকের মাঝে এতটুকু উদ্বিগ্নতা থাকেনা||
উচ্চরক্তচাপের ঔষধও খাই না|
দুরন্ত আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি
একদিন-
সেই একদিন কবে যে কোন ক্যালেন্ডারে ছিল
তা কারো মনে আছে কিনা জানিনা
জানবার প্রয়োজনও পড়ে না ||
মেডিকেল তুমি বিশ্ববিদ্যালয়ের এই রত্নগুলোকে চিনলে না|
তোমার ছাত্ররা যখন সিজারিয়ান বাচ্চা, ও মা
দুজনকেই বাচাঁনোর চিন্তাভাবনা করে
সেখানে বাচ্চাকে রক্ষা করা আমার মতন ডাক্তাররা
দায়িত্ব মনে করে না||
মা বেঁচে থাকলে সন্তান আসবে|
একজন গেলে কিই বা ক্ষতি?
মায়ের কোল শুন্য হলে, তিনি অর্ধমৃতা
কেন নয়?
সে সন্তান বড় হলে , পাঁচ বছরে ক্ষমতা বদলের হেরফেরে মরতে তো হবেই
তখনতো মা অর্ধমৃতাই হবেন
আমরা ছাত্র, দেশের ভবিষ্যত||
লাখ টাকা অপচয় কেন
তখনই তার মৃত্যু হোক||
এই নোংরা রাজ্যে প্রবেশ, দরকার কি?
পুত, পবিত্র মনেই সে ফিরে যাক
ইশ্বরের কাছে......।।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




