তোমাকে আসতেই হবে একথা বলিনি আমি।।
আমি দু'জনের আসন পেতে বসে আছি
শূন্যতা কাকে বলে তা বোঝার জন্য
তোমার জন্য নয়।
আমার অশ্রুগুলো তোমার জন্য নয়
শূন্যতা সহ্য করছি, তাই
জানি, আমার এ কথা তুমি অনুভব করবে না
করতে পারবেও না
মাঝ সমুদ্রে কোনো ভেলায় বসে থাকা
একলা নাবিক
কিংবা আকাশ ছোঁয়া পাহাড়ের চূড়ায়
একা পর্বতারোহী
কেউ নয়...
তাদের কাছে শূন্যতার শেষে
কোনো দ্বীপ নয়তো ঢালু পথ
বাকি রয়ে যায়।
আর আমার...
শিউরে ওঠা শরীরের মননে গেঁথে থাকা স্মৃতি
আঘাতে চূর্ণ প্রতিটি মুহুর্ত
কষ্টের অনুকাব্য আর শূন্যতার হিংস্রতা...
তুমি অনুভব করবে না।।
কারণ তোমার যত অশ্রূ
আমার হাত চিঁড়ে তা কখনোই মাটি স্পর্শ করবে না।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




