দাঁড়ালেই জানালার পাশে
তোমাকেই মনে পড়ে
আড়ালে মেঘের দেশে
নীল আকাশ যায় সরে
তবুও তোমাকেই
আঁধারে খুঁজে পেতে....
কালো মেঘে কৃষ্ণচূড়া একা আমি ফুল হাতে
ভাবছি কখন আসবে তুমি আমি আছি অপেক্ষাতে.....
কালো মেঘে কৃষ্ণচূড়া একা আমি ফুল হাতে
হাঁটছি এখন বৃষ্টিভেজা একলা কোনো মেঠোপথে....
আমারই স্বপ্ন মাঝে
তোমারই ছায়া খোঁজে
তোমাকেই মনে পড়ে
আমারই সকাল সাঁঝে
তবুও তোমাকেই
খুঁজি কল্পনাতে....
কালো মেঘে কৃষ্ণচূড়া একা আমি ফুল হাতে
ভাবছি কখন আসবে তুমি আমি আছি অপেক্ষাতে.....
কালো মেঘে কৃষ্ণচূড়া একা আমি ফুল হাতে
হাঁটছি এখন বৃষ্টিভেজা একলা কোনো মেঠোপথে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




