"নূতন দিনের কবিতা" শিরোনামে একটি পুরাতন সংকলন আজ পেলাম যা কি না অতি অযত্নে অসহায় অবস্থায় পরেছিল এক আবর্জনার ঘাটিতে..যাইহোক ! অবহেলা তো কবিতাকে সহ্য করতে হয়েছে চিরকালই।
"নতুন দিনের কবিতা" শিরোনামে ১৯৫৯ সালে, সেই সময়ের তরুণ ও কিছু খ্যতিনামা কবিদের কবিতা নিয়ে সংকলনটি বের করেন সম্ভবত-
প্রতীভা প্রকাশনী-কোলকাতা,সম্ভবত বলছি কেননা বইটির বেশির ভাগ স্থানই উইপোকার বিচরণে বেশ ক্ষতিগ্রস্থ।
প্রকাশক ছিলেন শ্রীসনৎ কুমার দে সরকার এবং এর সম্পাদক ছিলেন রবিদাস সাহা রায়।
বইটির সবগুলো কবিতা হয়তো পোষ্ট করা সম্ভব হবে না কিন্তু আমার ভাল লাগা থেকে যত গুলো সম্ভব হয় পোষ্ট দেবার চেষ্ট করবো।
বইটির শিরনামে একটি নতুন বিভাগ খুললাম। আশা করছি অনেকেরই কবিতা গুলো ভাল লাগবে বিশেষ করে যারা কবিতা ভালবাসেন-কবিতা প্রেমী ।
তো শুরু করা যাক ...
সঞ্চারী
সমস্ত হৃদয় জুড়ে একটি বিস্শয় জেগে থাকে-
আমি যাকে ফিরিয়েছি সে আমায় বারবার ডাকে!
আমার একক পথে চাইনিক' যার উপস্থিতি,
দূর হ'তে সে পাঠায় সেই পথে অসীম প্রতীতি।
আমি যার মধুবনে গেয়েছি গ্রীষ্মের খর গান,
সে আমার রূঢ়তাকে অশ্রুজলে দেয় যে সম্মান!
বিচিত্র ব্যথার কাছে দীক্ষা নিয়ে একান্তই স্থির-
এ হৃদয় দিলো তাকে অধিকার, অবাধ বিস্মৃতির।
ইথার তরঙ্গে তার বিনিময়ে পাঠালো সে সুর,
যে সুরের আবেদনে এই মন এমন সুদূর!
সমস্ত পৃথিবী জুড়ে একটি বিস্ময় জেগে থাকে-
বেদনার পদ্মপত্রে এ জীবন শিশির স্বপ্ন আঁকে!!...আভা দেব
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ ভোর ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




