জীবনের জটিলতা, ঘুণধরা মনের প্রদোষ
আমাদের হিসেবেতে নেই কোন জমার ঠিকানা,
মন রাঙা সুরহীন, মাতাল সে তার,
এখানের নাটকেতে শুধু খালি ব্যথা।
হে মোর মানবী তব নীরবতা কেন?
স্মৃতির ক্ষততে আজ পোড়া পোড়া দাগ
নিরজন সাগরের শান্ত চেহারা
ভুলে যেও আমাকে- কোরো নাকো রাগ।।
উৎস: "নতুন দিনের কবিতা"
বইটির প্রথম প্রকাশ : ১৯৫৯ সালে,
প্রতীভা প্রকাশনী-কোলকাতা।
নূতন দিনের কবিতা বিভাগ থেকে পূর্বের গুলো পড়ুন।
[ছবি: ইন্টারনেট]
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১০ রাত ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




