দ্বিধা-পরিণতি
শেরতনুজ ঈশাণ
যখন মেঘে মেঘে তাল সামলে বারে অভিকর্ষের টান,
বৃষ্টি ঝরে;
বাষ্প, পরিণতি যার শিশির বিন্দু,
অবয়ব তার সাগর সিন্ধু;
ওদিকে শব্দ যে, পূর্ণতা পায় হয়ে সুরেলা গান;
তবে? যে মন দ্বিধা ত্রাসে কাতর হলো!
অভিব্যক্তি স্তব্ধ!
বলো, প্রকৃতি তারে কোন দিকে টানে?
হৃদয় তার কার পাশে ধায়?
তাঁর ছেড়া যার প্রাণ..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




