এই পোস্ট পড়ার আগে স্টিকি পোস্টটি নিশ্চই পড়েছেন?? এবং সেখানে খুব ভাল ভাবে সব লিখা আছে। আমি সরাসরি ওই বিষয়ে বলব না। যারা বিষয়টা নিয়ে কাজ করেছেন বিশেষ করে আমিনুর ভাই, অপুর্ণ ভাই, রিং ভাই ,
দিকভ্রান্ত*পথিক ভাই আরও যারা আছেন সবাইকে জানাই স্যালুট আপনাদের চেষ্টায় হয়ত একটা ভাল সাড়া পরে যেতে পারেন। আপনারা ব্লগাররা আবারো একটি মহৎ কাজের উদ্যোগ নিলেন। "আমরা ব্লগার" আবারো এগিয়ে যাব অন্যায়ের বিরুদ্ধে।
নারীরা সম্মানের, তারা মায়ের জাতি কিন্তু আজ চোখের সামনে দেখতে পাচ্ছি কি?? তাদের বিভিন্ন ভাবে নির্যাতন এবং হয়রানী করা হচ্ছে। তারা যেমন ঘরের বাইরে নিরাপদ নয় তেমনি ঘরের মধ্যেও অনেকে নির্যাতিত হচ্ছে। হয়ত যেদিন অই মেয়েটি ধর্ষণের বলি হল ঠিক সময়ে হয়ত অন্য কোথাও কেউ ঈভ টিজিং বা পারিবারিক নির্যাতনের স্বীকার হয়েছে কিন্তু আমরা জানি না।
প্রকাশ্যে অপরাধীদের দৃস্টান্ত মূলক শাস্তি কামণা করি। সেই সাথে চাই ঘরে বাইরে সব ধরণের নির্যাতন বন্ধ হোক। এর জন্য সবার আগে প্রয়োজন সামাজিক সচেতনতা এবং ব্যাক্তিগত উপলব্ধি। নিজের অভিজ্ঞতা থেকে বলি খবরের কাগজে একটা ধর্ষণের খবর ছাপা হলে সেটা অনেকেই আগ্রহের সাথে পড়ি।বেশিরভাগ ক্ষেত্রেই নির্যাতিত মেয়েটির প্রতি সহানুভূতি কাজ করে না বরং পাশবিক একটা মনোভাব নিয়েই পড়ি। এই ক্ষেত্রে যদি সহানুভুতি কাজ করত, যদি প্রতিবাদী হতাম তবে মনেহয় এইরকম ঘটনা কমে আসত। আমাদের এইরকম মনোভাব পরিবর্তন করতে হবে।
সামাজিক এবং ব্যাক্তিগত সচেতনতা বৃদ্ধি না পেলে এইরকম অন্যায় কখনই কমবে না। আজ হয়ত সেই মেয়েটির কথা আমরা জানি কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যা মান সমানের ভয়ে অনেকেই চেপে যায়।আবার পারিবারিক নির্যাতন সেটাও প্রকাশ পায় না ততটা তবে এই ক্ষেত্রে ভিকটিম কিন্তু প্রবল মানষিক বিপর্যয়ে পরে যায়। লক্ষ্য করলে দেখবেন আজকাল পবিত্র অঙ্গন বিদ্যা পীঠেও মানুষ গড়ার কারিগরদের হাতে নির্যাতিত হচ্ছে অনেকে। আজ আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে এই ধরণের ঘটান নির্মুল বা কমিয়ে আনা সম্ভব অন্যথায় নয়।
প্রতিকার থেকে প্রতিরোধ ভাল তাই প্রতিবাদকারী ব্লগার ভাইদের কাছে দাবী জানাই সামজিক আন্দোলন এবং ব্যক্তিগত উপলব্ধি বৃদ্ধির উপরেও যেন বিশেষ জোড় দেয়া হয়। যেটা ঘটে গেছে তার জন্য ত দৃষ্টান্ত মূলক শাস্তি চাইবই এর সাথে আসুন আমরা ব্লগার সবাই নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির চেস্টা করি। যদি মূল থেকেই সমস্যাটা ধুর করে দেয়া যায় ?? এবং ব্লগাররা যে কর্মসুচি গ্রহণ করেছে তা সফল করি। অন্যায়ের বিরুদ্ধের প্রতিবাদের একটা রোল উঠে গেছে । আসুন সেইসব ব্লগারদের সহযোগিতা করি।আমরা প্রমাণ করি আমরা ব্লগার সব সময় অন্যায়ের বিরুদ্ধে।
সামুকে ধন্যবাদ না দিলেই নয়। সকল কাজে ব্লগারদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


