অসাধারণ একটা মুভি দেখলাম "আমার বন্ধু রাশেদ" মুভিটা দেখে মনে হল তখনকার পূর্ব পাকিস্তান আর এখনকার বাংলাদেশ এর মধ্যে শুধু নাম আর ভৌগলিক অবস্থান ছাড়া আর কিছুই পরিবরতন হয় নাই। তখন ও যেমন স্বাধীনতা ছিল না, এখন ও নেই।তখন বাঙ্গালীদের শোষণ করেছে এক শ্রেণির শোষক গোষ্ঠী, আর তাদের সাহায্য করেছে এ দেশের কিছু মুসলমান এর লেবাস পড়া রাজাকার, আলবদর, জানোয়াররা। সেখান থেকে আমাদের মুক্ত করেছে মহান গৌরব এর মুক্তি যুদ্ধ আর যোদ্ধারা। কিন্তূ দুঃখের সাথে বলতে হয় আমাদের সেই মুক্তি যোদ্ধাদের আত্মত্যাগ আজ বিফলে যাচ্ছে। কারন তারা যে দেশ যুদ্ধ করে স্বাধীন করেছে, সেই দেশ আজ আবার ও চলে গেছে রাজাকার আলবদর দের আধুনিক ভার্সন "গলাবাজি, বোমাবাজি, চাদাবাজি,হত্যা, লুট, অবিচার,অন্যায় সমর্থিত রাজনৈতিক দল আর নেতাদের দখলে এবং পশ্চিম পাকিস্তানের ভুমিকায় সক্রিয় আছে ভারত"
কিন্তু যার জন্য এতো আত্মত্যাগ, সেই স্বাধীনতা, গনতন্ত্র আমরা আজ ও পাইনি।তার জন্য এ দেশে শুধু দরকার আমার বন্ধু রাশেদ কে।
"Politics" is the fucking word for Bangladesh according to present situation.
ছাগু, ভ্যাদা, সহ এই জাতীয় যত সংকর জাতের কুলাঙ্গার আছে, তারা কমেন্ট থেকে ৬০০০০০০০০০ মাইল দূরে থাকুন।
আম জনতারা কিছু মুন চাইলে কইতে পারেন, মাইন্ড খামু না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



