নির্বাচনের আগের দিন প্রথম আলো লিখেছিল 'ক্ষমতাসীনরা কখনও হারেনা'। আরও একবার তা প্রমাণিত হল।
বিএনপি জিতবে - এটা খোদ খালেদা জিয়াও আশা করেনি - তারপরেও বিএনপি কেন নির্বাচনে গেল? কারণ না গেলে আওয়ামী লীগ আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে - জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।
এবারের নির্বাচনে সবচেয়ে ক্ষতি হয়েছে জাতীয় পার্টির - ৪২ থেকে তাদের এমপি সংখ্যা ২৩ এ নেমে গেছে। নৌকা প্রতীক ছিল - এরকম কোন আসনেই লাঙ্গল জিততে পারেনি।
এবারের নির্বাচনে জামায়াতের কোন প্রার্থীই জিততে পারেনি। তাদের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লার সম্মান রক্ষা পেয়েছে।
নির্বাচনে কোন কোন ভোট কেন্দ্রে বিএনপি শূন্য ভোট পেয়েছে। এটা একটা নতুন রেকর্ড।

দীর্ঘ ৪৪ বছর পর কক্সবাজার ১ আসনে নৌকার পাল উড়েছে। এর মাধ্যমে স্বাধীনতার ৪৭ বছর পরে চকোরিয়া স্বাধীন হয়েছে বলে ধরে নেয়া যেতে পারে।
খুলনা বিভাগে যারা নির্বাচিত হয়েছে, তারা সবাই নৌকার প্রার্থী - এর মধ্যে জাসদের ইনু (তথ্যমন্ত্রী) ও ওয়ার্কার্স পার্টির লুতফুল্লাহও আছে।
সবশেষে সামুর পাঠকদের জন্য একটি নির্বাচনী ট্রল

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




