প্রান্তিক পিপাসা ছুঁ'য়ে চলে গেছে গহীন মেইলট্রেন,
আমায় ভেঙে নাও, নাও চুপটি মরাল ভেবে
আমার শরীরে পাপ লাগে না তুষাররেণু সমান!
জঠরে সারিবদ্ধ ভবিষ্যত রোদেলা নিরজনতা-
তুমি যেমন তাকাও আমার ভিতরের ভীষণ পাখিদের উসখুস ঠোঁট।
দ্বিতীয়াংশে ছায়া জাগে, দ্বিতীয়াংশে বসে আছি নিঝ্ঝুম
এমন যেমনাছে নিট দুপুরপর্ব, হাওয়াই পথের হোলিখেলা;
মিশে থাকে সোনাকান্তি সুনৈঃশব্দ্য।
আজকাল এভাবেই বেশ লাগে, একলা ঝরি টুপটুাপ
সবকিছু এসে ভর করে গোঁড়ায় নিভাঁজ অশ্বথ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




