একুশ তারিখ কিংবা ফাল্গুনের নয়
শুধু খালি পায়ে ফুল হাতে
আর ঘন্টাখানেকের মেকাপ শেষে
কত কষ্ট করে দাঁড়িয়ে লাইনে
হেঁটে হেঁটে যায় শহীদ মিনারে
আশা থাকে মনে পাবে খুঁজে
হয়ত দেখা যাবে কোন এক চ্যানেলে
কেউ বা যায় দাদাগিরি দেখিয়ে
দশ কিংবা বিশ চ্যালা নিয়ে
অথবা যায় বন্ধুরা যায় বলে
কোন এক উৎসব মনে করে
হুম, একুশ আমার উৎসবের দিন
একুশ আমার কণ্ঠ থেকে
কন্ঠক মুক্তির দিন।
কেউ বা যায় যেতে হয় বলে
লাইনে দাঁড়িয়ে ক্যামেরার খুজে
থাকা তোমাকে বলছি
শ্রদ্ধা সে তো দেখানোর নয়
শ্রদ্ধা তো করতে হয়
মনে রেখ চিরদিন এই ফাল্গুনের নয়।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১১ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




