তিন মাস পর তার কাজ কালকে সাফল্য হলো......।
সে তিন মাস ধরে আমাদের বলছি..... পুডিং রন্না করবে....... আর তাই আমাকে সে পুডিং বানানের জন্য পেন কেনার দায়িত্ব দিল.....। যে দিন বলেছে ঠিক সে দিন আমি আব্বুকে দিয়ে একটি পেন আনাই.........।
এর পর দিন আসে, রাত যায় তার পুডিং বানানের কোন খবর নেই.........।
প্রতি দিন বলে আমি আজ পুডিং রান্না করবো..... সেই সকাল থেকে বলে..... রাত হয়ে যায় কোন খরব নাই.......।
হায় হায়.......।
যখনি বলে আমি আজ পুডিং রন্না করবো আমারা বলে উঠি-বুঝছি সেই তিন মাস পর..........।
কালকেও সকাল থেকে বলছিল পুডিং রান্না করবে কিন্তু আমারা কেউই বিশ্বাস করেনি .......
যাক! at last সে কালকে পুডিং বানিয়ে ছাড়লো........।
শুকুর আল্লহামদুলি্ললাহ........
মজাই হয়েছিল এই তিন মাসের পডিং রান্নর অভিজান.........।
রান্নার এক নিমিসেই খাওয়া শেষ...........শেহজাদীর পুডিং
Yammy....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০