তখন কাজ করতাম 'Tower Hill' এলাকার 'Safeway' নামের সুপারমার্কেটে। এই এলাকায় সবসময় পর্যটকদের ভিড় থাকে। তাই এই স্টোরে ক্রেতা সমাগম বেশী।
যাইহোক, আমি অন্যান্য দিনের মত সেদিন ও customer serve করে যাচ্ছিলাম। অনেক লম্বা লাইন(এখানে বলে queue) দেখে তাড়াতাড়ি করতেছিলাম। একটা জিনিস আমাকে খুব বিরক্ত করে যাচ্ছিল, সেটা হচ্ছে কারো মোবাইল ফোনের রিং। সাধারণত, গাড়িতে, ট্রেনে কিংবা এ ধরনের customer service queue তে ফোনে কথা বলা মানে অভদ্রতা। তাই বেশীর ভাগ মানুষ পারতপক্ষে মোবাইল রিসিভ করেনা, বেশী কোন প্রয়োজনে করলেও স্যরি বলে apology জানায়। সেদিনের ভদ্রলোকের মোবাইল দেখি সেকেন্ডের পর সেকেন্ড রিং হয় আর রিসিভ করে কথাও বলে যাচ্ছেন। তাই, আমি কোন এক সময় তাকে বললাম,
excuse me sir, can you switch your mobile off please otherwise i am not gonna serve you here......
তারপর সে বলে, 'I am really sorry, i apologise for that.
আমি its okay বলে ভদ্রলোককে serve করলাম। চলে যাওয়ার সময় ভদ্রলোকের সাথের জন আমাকে বলে, do you know who that is?
আমি বললাম, i dont know
তারপর সে অবাক করে দিয়ে যে কথাটি বলেছে সেটা হল;
His name is Richard Caborn, he is UK's sports minister.
আমি আর কিছু বলিনি। কাজশেষে বাসায় চলে আসছি।
বাসায় আসার পর এটা নিয়ে অনেক্ষণ চিন্তা করলাম, ভাবলাম আমাদের দেশের মন্ত্রীমহোদয়গণের কথা। উপরের ঘটনা আমাদের দেশে হলে হয়তো পরের দিন পত্রিকায় আমার 'নিখোঁজ সংবাদ' আসত।
তারপরও মন কাঁদে সে দেশের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


