
কে চায় মোরে জীবনে ঘর বাঁধিবার?
উত্তপ্ত ধরণীর নোংরামী থেকে পালিয়ে বাঁচিবার।
এতটুকু মনােবল কে নিয়েছিল ভুলে?
জানিনা এ জন্মে সে জানে এতটুকু
তাও কি’না জানে সে?
আবেগে ভেসে মনকে দুলিয়ে হৃদয়ে রক্তক্ষরণ,
এতটাই ভালোবাসা, চোখের আঁধারে ভাসা স্মৃতিটুকু উঁকি দিয়ে মনে
যতটাই পারা যায় একান্ত গোপনে, মনকে হারিয়ে
বারবার ফিরে দেখা, দুজনে পাশে বসা
পৃথিবী ভুলে অজস্র সুখে হারিয়ে যাওয়া
এইতো প্রেম, মানব মানবীর ভালোবাসা।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




