
যত দূরেই থাকি মেনে সুখ অার দু:খ,
হৃদয়পটে জেগে থাকে তাঁর হাসি মুখ।
অজানার পথে চলতে আসে যখন ক্লান্তি
মুঠোফোেন কথা বলে পাই মনে শান্তি।
এই প্রিয়জন কতই আপন না পেলে খবর
আঁখিজলে ভাসে, খোদাকে ডেকে করে সবর।
সাড়া পেয়ে খুশি মনে বলে খোকা-
অার কতকাল থাকবি তুই ঢাকা?
শত জনমের স্বপ্ন দেখি, সবই মরীচিকা
এ যেন চড়ুইয়ের বুকে জেগে থাকা বিষণ্নতা।
প্রলম্বিত দীর্ঘশ্বাস জমাটবদ্ধ বেদনা-
মুহূর্তেই হিমশীতল হয় পেয়ে মায়ের প্রেরণা।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




