
আমি সামুর একজন নিরাপদ ব্লগার। প্রায় সাড়ে বছর ধরে এ প্লাটফর্মে থেকে মাঝে মাঝে কিছু লেখার চেষ্টা করে যাচ্ছি। মূলত কবিতাই আমার প্রাণ। আনাড়িপনায় ভরা তবু বিশ্বাস করি একদিনেই দিল্লি জয় করা যায় না। ছোট ছোট প্রচেষ্টগুলো একদিন বড় হতে পারে তা জীবন ভর শুনে আসছি। আমার প্রচেষ্টাগুলো বড় আকার ধারন করেনি কিন্তু একটু একটু করে সাহস বেড়েছে, উৎসাহ এসেছে, গুণীজন থেকে কিছু আলো ধার করার সুযোগ হয়েছে। তার ফলে এবার একটা উদ্যোগ নিয়েই বসলাম। 'প্লাবিত রোদ্দুর' কবিতার বইটি আজ কিছু মানুষের পবিত্র হাতে দিতে পেরে নিজেকে খুবই আনন্দিত মনে হচ্ছে। সরলভাবে বলতে গেলে বইটিতে আমি মানবতার জয়গান, অসহায়ের কাছে থাকা, স্রষ্টার সাহায্য প্রার্থনা, মানুষের স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য, ভালোবাসার কথা, দেশাত্ববোধ, ভাষার শ্রেষ্ঠত্ব প্রভৃতি বিষয়কে প্রাধান্য দিতে চেষ্টা করেছি। উৎসর্গ করেছি প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম'কে।
ক্ষুদ্র মানুষ হিসাবে উক্ত বিশাল বিষয়গুলোকে নিয়ে লেখা আমার পক্ষে অসম্ভব কিন্তু মনের ভালোলাগা বাধা মানতে নারাজ তাই নিজের মতো করে কিছু লিখেই ফেললাম। সামু ব্লগে এসে শ্রদ্ধেয় ব্লগারবৃন্দের যে উৎসাহ, উদ্দীপনা ও সহযোগিতা পেয়েছি তার কৃতজ্ঞতায় আজ আমার এই লেখা। সকলের কাছে দোআ চাই।
বাংলা একাডেমি প্রাঙ্গনে ছিন্নপত্র প্রকাশনীর স্টলে আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। প্লাবিত রোদ্দুর আপনাদের সহযোগিতা চায়। সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




