
আমি জানিনা আমি কি চাই
মাঝে মধ্যে মনে হয় শুধু একটা মানুষ চাই
যাকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে
বাকী জীবনটা পার করে দেয়া যায়।
কিন্তু ভালোবাসা আর প্রেমটা ঠিক আসে না
ভেতরে ওইভাবে আর।
মুগ্ধতা সস্তা পারফিউমের মতো খুব দ্রুতই উবে যায়।
অতঃপর চোখ স্ক্রল করে বেড়ায়
নতুন কোন মুখকে!
আমি আসলে ঠিক জানিনা আমি কি চাই
এক জীবনে আর কয়বার ই বা প্রেমে পড়া যায়?
কিন্তু আমি আবারো প্রেমে পড়তে চাই
কাউকে ভীষনভাবে ভালোবাসতে চাই।
পরম মমতায় খুব যত্ন করে
বুকের ভেতর আগলে রাখতে চাই।
কিন্তু বিশ্বাসটা আসে না ভেতরে ওইভাবে আর
এক জীবনে একটি হৃদয় নিয়ে
কতবারই বা বাজি ধরা যায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


