গতবছর অর্থাৎ ২০২০ সালে করোনা পরিস্থিতির জন্য যে দীর্ঘমেয়াদি লকডাউন চলছিল, সে সময় একটি কথা বা শ্লোগান খুব নজরে এসেছিল । যার মূল কথা ছিল - " মনে রেখো, করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে বিজ্ঞান, মসজিদ মন্দির নয়!!" কথাটা লেইম লেভেলের চূড়ান্ত পর্যায়ের কথা ছিল । কেন? কারণটা অবশ্য কয়েকটি উদাহারন দিয়ে বুঝানো যাক ।
আচ্ছা মনে করুন, আপনার চুল-দাড়ি অনেক বড় হয়ে গেছে, তাহলে তা কাটানোর জন্য কোথায় যাবেন,? উত্তর- সেলুন! এখন কেউ যদি শ্লোগান দিয়ে বসে বা বলে বসে - মনে রেখো চুল-দাড়ি কেটেছিল সেলুন, মন্দির মসজিদ নয়!! কেমন লাগবে শুনতে ?
কিংবা আবার ধরেন, আপনার হার্ট অ্যাটাক হয়েছে । ওপেন হার্ট সার্জারী লাগবে । তাহলে এখন আপনি কোথায় যাবেন? একটা বড় হসপিটালে। ধরা যাক, সেখানে আপনার অপারেশন সাকসেসফুলভাবে শেষ হলো!
এখন যদি আপনি বা যে কেউ শ্লোগান দিয়ে বসে - মনে রেখো অপারেশন করেছিলো হসপিটাল, মসজিদ/মন্দির নয়? অনেক লজিকাল যুক্তি, না?!!
আবার মনে করেন, আপনার অনেক ক্ষুদা লেগেছে । পকেটে টাকা আছে । চলে গেলেন একটি রেস্টুরেন্টে । পেট ভরে খেয়ে আসলেন!! এখন রেস্টুরেন্ট থেকে উদরপূর্তি করে বের হয়েই যদি শ্লোগান দেওয়া শুরু করেন - মনে রেখো খাবার দিয়েছিল রেস্টুরেন্ট, মসজিদ /মন্দির নয়!! তাহলে আমাকে স্রেফ আপনার দিকে হা করেই তাকিয়ে থাকা লাগবে!!
It's like - comparing an apple with a mango. If their characteristics do not match, then one will be considered superior compared to another, huh?
ধর্ম হচ্ছে স্পিরিচুয়াল একটা ব্যাপার; এবং এর প্রভাব সব জায়গায় আছে। আপনি একই সাথে একজন ধার্মিক ও বিজ্ঞানী হতে পারেন। একটু চোখ কান খোলা রাখলেই, এই বাংলাদেশেই অনেক বড় বড় ডাক্তার, বিজ্ঞানী আপাদমস্তক ধার্মিক, এমনটা জানা যায় ।
কিন্তু কিছু লোক আজাইরা, হাস্যকর যুক্তি/ শ্লোগান দিয়া সমাজে অশান্তি সৃষ্টির পায়তারা করে যায়/যাচ্ছে এবং নিজেদেরকে মহাজ্ঞানী (আদতে মহামূর্খ) হিসেবে প্রমাণের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন। তারা ধর্মকে দেখে একটি মোক্ষম হাতিয়ার হিসেবে । অথচ তারা কখনই এটা বুঝতে পারবে না, এই ধর্মই অনেকের মনস্তাত্ত্বিক উন্নয়নের পিছনে বড় সহায়ক হিসেবে কাজ করে ।
মহান সৃষ্টিকর্তা তাদেরকে সঠিক বুঝ দান করুক, এই দোয়া করছি ।
(লেখাটির কিয়োদাংশের আইডিয়া সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৭